বইমেলায় শর্মি ভৌমিকের ‘প্রেমে পূর্ণতায়’
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:০৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি শর্মি ভৌমিকের কাব্যগ্রন্থ ‘প্রেমে পূর্ণতায়’। বইটি প্রকাশ করেছে শব্দশৈলী প্রকাশনা। বইটির মলাট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটির পাওয়া যাবে ২৫৬-২৫৯ নম্বর স্টলে। এছাড়া রকমারিতে পাওয়া যাবে যেকোনো সময়।
বইটি এরই মধ্যে পাঠক প্রিয়তা পাওয়ায় উচ্ছাসিত কবি শর্মি ভৌমিক বলেন ‘প্রেমে পূর্ণতায়’ কাব্যগ্রন্থটি পাঠকের হৃদয় স্পর্শ করবে এটাই আমার বিশ্বাস।
ঢাকাওয়াচ/স