বইমেলায় সানাউল্লাহ সাগরের দুটি কবিতার বই


2024/02/InShot_20240213_103735027.jpg

অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে সানাউল্লাহ সাগরের নতুন দুটি কবিতার বই। একটি দীর্ঘ কবিতার বই ‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’। অন্যটি ‘জনতা ব্যাংক রোড’। বই দুটির প্রচ্ছদ করেছেন আল নোমান।

Your Image

‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’ পাওয়া যাবে মেলার বাউণ্ডুলে প্রকানের ৩১০ নম্বর স্টলে। মূল্য ১৫০ টাকা। ‘জনতা ব্যাংক রোড’ পাওয়া যাবে দেশ পাবলিকেশন্স-এর ৪৭৮-৪৮০ নম্বর স্টলে। মূল্য ২০০ টাকা।

বই নিয়ে কবি সানাউল্লাহ সাগর জানান, আমি পাঠক হিসেবে যেমন দীর্ঘ কবিতা পড়তে পছন্দ করি, তেমন কবি হিসেবে দীর্ঘ কবিতা লিখতেও পছন্দ করি। বিশ্বাস করি দীর্ঘ কবিতা পাঠে ক্রমাগত ডুব যাওয়ার একটা ব্যাপার থাকে। সেটা আমি উপভোগ করি।

‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’ দীর্ঘ কবিতার বই। আর একটি কথা হলো আমি লেখায় এক্সপেরিমেন্টে বিশ্বাস করি। প্রতিটি বইয়ে তার ছাপ থাকে। ‘জনতা ব্যাংক রোড’ সেরকম একটি এক্সপেরিমেন্ট। কবিতা পাঠে যাদের একটা প্রস্তুতি আছে তাদের জন্য এই কবিতা।

এছাড়া আগে প্রকাশিত তার দুটি উপন্যাস, একটি ছোটগল্প ও চারটি কবিতার বইও মেলায় পাওয়া যাচ্ছে।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×