ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়


2024-Novemer 18/Religeon.jpg

ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, ‘ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়।’

Your Image

বুধবার (২০ নভেম্বর) বিকালে ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় বিশ্বকল্যাণ পাবলিকেশন্স প্রকাশিত তাহফীয কুরআনুল কারীম ও চারটি বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘বই জ্ঞানের ধারক ও বাহক। বইয়ের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান সঞ্চারিত হয়। বই পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। মানুষ নতুন করে চিন্তা করতে শেখে। মানুষের নতুন ভাবনা দিগন্ত উন্মোচন  করে বই।’

সঠিক বই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বই মানুষের মনোজাগতিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার। আর এই মনোজগত পরিবর্তনের জন্য প্রয়োজন উপযুক্ত বই। এক্ষেত্রে, ইসলামি বইগুলোর অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা যায়। ইসলামি বইগুলো মানুষকে সঠিক পথ দেখায়।’

উপদেষ্টা আরো বলেন, ‘ইসলামি বই মেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। ইসলামী গ্রন্থ মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেবে ‘

তিনি আগামী দিনের ইসলামি বইমেলা আরো বৃহৎ পরিসরে আয়োজনের আশ্বাস দেন। এছাড়া, ইসলামি বইমেলা আয়োজনের জন্য লেখক ও অনুবাদক, প্রকাশকদেরকে উপদেষ্টা ধন্যবাদ জানান। 

প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে ড. খালিদ বলেন, ‘বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গেল দুই দশক ধরে জাতির ধর্মীয় জ্ঞানের খোরাক জোগাতে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। ইসলামী গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।’

তিনি বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের বইগুলো মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, এ অনুষ্ঠানে তাহফীয কুরআনুল কারীম ও মাসউদুল করিম রচিত অপারেশন হিকট্রাক্টস-১ ও ড. আহমদ আবদুল কাদের রচিত জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা, আধুনিক যুগে খেলাফত রাষ্ট্রব্যবস্থা এবং ধর্ম ও ধর্ম নিরপেক্ষতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আব্দুল কাদের, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক লিয়াকত আলী, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক বায়দুর রহমান খান নদভী বক্ত্যে দেন।

উপস্থিত ছিলেন মুফতি আব্দুস সালাম, মুফতি আবুল হাসান শামসাবাদী, আহমদ বদরুদ্দীন খান, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, জহির উদ্দিন বাবর, মুফতি ইমরানুল বারি সিরাজি, মুফতি আবদুল্লাহ তামিম।

এর পূর্বে, উপদেষ্টা ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা নকীব আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×