কবিতা: হেমন্তে নবান্ন । মো. গনি মিয়া বাবুল
- প্রকাশঃ ০২:৪৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
হিম কুয়াশায় ভোর বিহানে
রবির চোখে ছানি,
ঘাসের সাথে আবছা আলো
করছে কানা কানি।
শীত আসে নাই তা জানি ভাই
আমেজ তবু শীতের,
হেমন্তের এই নবান্নতে
কী আনন্দ গীতের!
বঙ্গ মাতার ছাতার তলে
সোনালী ধান হাসে,
কিষাণ বধূ মনের পাতায়
নতুন ছবি আঁকে।
পল্লী মায়ের আঁচল বাঁধা
কান্না হাসির গান,
হৃদয় কাড়া মূর্চ্ছনাতে
শহর মারে টান।
কবি: চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, ঢাকা