নালিতাবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


2024/02/ekushey-sangbad-20240228080502.jpg

শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটে ভোটগ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলো নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল এবং দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি ও বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

Your Image

মঙ্গলবার সকালে উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন তারানী ফুটবল মাঠে প্রেসক্লাবের ৩২তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয় সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে।

সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রথম অধিবেশনের কার্যক্রম শেষ হয় বিকেলে। এরপর ক্রীড়ানুষ্ঠান শেষে প্রেসক্লাবের তিন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে শুরুহয় দ্বিতীয় অধিবেশন। সদস্যরা গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেন আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনিরুল ইসলাম মনির।

এছাড়া সহ-সভাপতি পদে দ্বিতীয় বারের মতো বৈশাখী টেলিভিশনের বিপ্লব দে কেটু, দৈনিক মানব জমিনের মাহফুজুর রহমান সোহাগ, সহ—সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তে ও একুশে সংবাদের আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশের কন্ঠের জাফর আহম্মেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুঞ্জুরুল আহসান নির্বচিত হয়েছেন। এছাড় অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের এম সুরুজ্জামান, দফতর ও প্রচার সম্পাদক পদে মানব কন্ঠের মোজাহিদুল ইসলাম উজ্জল এবং কল্যাণ তহবিল সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×