নোয়াবের নতুন কমিটি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সমকালের প্রকাশক এ কে আজাদ। সংবাদপত্র মালিকদের এ সংগঠনে সহ-সভাপতি হয়েছেন নিউ এজের সম্পাদকমণ্ডলীর সভাপতি এ এস এম শহীদুল্লাহ খান। আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
২০২০ ও ২০২১ সালের জন্য গত সোমবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও প্রকাশক এ এম এম বাহাউদ্দিন আহমেদ ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শাহ হুসাইন ইমাম।
নোয়াবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দ্য ইনডিপেনডেন্টের সম্পাদক ও প্রকাশক এম শামসুর রহমান, দৈনিক ভোরের কাগজের পরিচালনা প্রতিষ্ঠান মিডিয়াসিনের ব্যবস্থাপনা পরিচালক তারিক সুজাত এবং দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
ঢাকাওয়াচ/স