বিডিনিউজ সম্পাদককে ১১ নভেম্বর দুদকের তলব
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:২২ পিএম, ০৬ নভেম্বর ২০১৯
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর নিজের অসামঞ্জস্যপূর্ণ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে খালিদীর বক্তব্য নিতে আগামী ১১ নভেম্বর সকালে তাকে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। দুদকের একটি সূত্র জানিয়েছে, বিডিনিউজের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন এবং অবৈধ কার্মকান্ডে র মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খালিদীর বিরুদ্ধে কমিশনের অনুসন্ধান শুরু হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, খালিদীর নিজের এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন এবং বিভিন্ন অবৈধ কর্মকান্ডে র মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বক্তব্য জানা প্রয়োজন।
ঢাকাওয়াচ/স