মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মন্টু, সম্পাদক মানিক


2024/01/1706621079.Fazlul-Haque-Montu-and-Maje.jpg

মেহেরপুর: মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ফজলুল হক মন্টু (এসএ টিভি) সভাপতি ও মাজেদুল হক মানিক (আরটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Your Image

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সহ-সভাপতি মহাসিন আলী (আলোকিত বাংলাদেশ) ও ফারুক মল্লিক (ইনকিলাব), যুগ্ম সম্পাদক জি এফ মামুন লাকি (লোকসমাজ) ও বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান (চ্যানেল২৪), দপ্তর সম্পাদক আবু সাঈদ (প্রথম আলো), নির্বাহী সদস্য নুহু বাঙালি, মামুন বঙ্গবাসী, উম্মে ফাতিমা রোজিনা (এটিএন বাংলা) ও আসিফ ইকবাল (৭১টিভি) নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন। অন্যান্য পদগুলোতে একাধিক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশন নুরুল আহমেদ জানান, নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা নির্বাচন চলে। নির্বাচনে ৩৬ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বাকি দুজন কমিশনার আলিমদ্দিন ও সাজ্জাদুজ্জামান কমিশনারের দায়িত্ব পালন করেন।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×