ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের সভাপতি আহসান কামরুল, সম্পাদক জিয়াউর রহমান


News Defalt/kamrul Jea.jpg

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ) এর সভাপতি পদে চ্যানেল আইয়ের এসি. আউটপুট এডিটর আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক তদন্ত চিত্রের সম্পাদক জিয়াউর রহমান পুন:নির্বাচিত হয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

Your Image

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ (তদন্ত চিত্র), সহ-সভাপতি এইচ এম কামরুল (দৈনিক সবুজ বাংলাদেশ), সহ-সভাপতি সাগর চৌধুরী (ডব্লিউউনিউজ), যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহিম খলিল (নিউজ আইবিডি), সাংগঠনিক সম্পাদক মোঃ জেমস এ কে হামীম (বৈশাখী টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক শাহিদুল তন্ময় (ওয়েব নিউজ- ফ্রান্স), কোষাধ্যক্ষ আমজাদ হোসেন (দৈনিক দেশের ডাক), নারী বিষয়ক সম্পাদক উজমা হাসান (এটিএন বাংলা), দপ্তর সম্পাদক খান শান্ত (দৈনিক নতুন সংবাদ), সহ-দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন হাওলাদার (প্রিয়দেশ নিউজ), প্রচার সম্পাদক জিহাদুল ইসলাম (নাগরিক টিভি), সহ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির (আজকের অগ্রবাণী), ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মো.সম্রাট (চ্যানেল ২৪)। 

এছাড়াও নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন- সাখাওয়াত সজীব (ঢাকা ওয়াচ ২৪), লুৎফর রহমান (সেরা কণ্ঠ), এ আর এম মামুন (সময়ের চিত্র), মেহেদী হাসান (চ্যানেল নাইন),  রাজন চৌধুরী (চ্যানেল আই), মোরশেদ আলম (শেয়ার নিউজ২৪), মেশকাত হোসেন (আলোচিত সংবাদ), ইব্রাহিম হাসান (বাংলাদেশ সমাচার)।

ডিবিএসএফ এর পুন:নির্বাচিত সভাপতি আহসান কামরুল বলেন, বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও ঢাকায় কর্মরত ভোলার সাংবাদিকদের পাশে থাকবে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম। সদস্যদের পেশাগত মানোন্নয়নসহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে আরও বেশি নজর দেওয়া হবে।

ডিবিএসএফ এর সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকাস্থ ভোলার সাংবাদিকদের বিপদে-আপদে পাশে থেকেছে ডিবিএসএফ। শুধু ঢাকাস্থ ভোলার সাংবাদিক নয়, আমরা যেকোন পরিস্থিতিতে সকল সাংবাদিকের পাশে থাকতে চাই। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব জয় করা সম্ভব।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×