সাংবাদিক নেতা শেখ জামাল আটক


October 2/InShot_20241024_133342333.jpg
সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক শেখ জামালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 
 
গতকাল বুধবার রাত ২টার দিকে রাজধানীর মগবাজারস্থ গ্রীনওয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
 
তারা বাসার দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দীর্ঘ সময় তল্লাশির পর তাকে আটক করে নিয়ে যায়। 

শেখ জামাল একাই থাকতেন ভাড়ার বাসাটিতে। সরকার পতনের পর সে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা মূলক নানা পোস্ট দিয়ে আসছিলেন। ৫ আগস্টের ঘটনায় আলাদা দুটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×