বিমানের ইঞ্জিনে লাকি কয়েন ফেলায় ১৭ হাজার ডলার জরিমানা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:০০ পিএম, ০৩ জানুয়ারী ২০২০
বিমানের ইঞ্জিনে ‘লাকি’ কয়েন ফেলেছিলেন এক চীনা নাগরিক। কিন্তু সেই লাকি কয়েন ২৮ বছর বয়সী সেই ব্যক্তির জন্য সৌভাগ্য বয়ে আনেনি। এমন কর্মকাণ্ডের জন্য লু চাও নামের সেই ব্যক্তিকে ১৭ হাজার ২০০ ডলার জরিমানা করা হয়েছে।
ইঞ্জিনে কয়েন পাওয়ার পর বিমানটি অবতরণ করা হয় এবং ফ্লাইটটি বাতিল করে অন্য ফ্লাইটে যাত্রীদের নেয়া হয়। গত বছরের ফেব্রুয়ারি মাসে ওই ঘটনা ঘটে। ওই ঘটনার পর লু চাওকে ১০ দিন আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।
গত বছরের জুলাইয়ে আদালতে তোলা হয় লু চাওকে। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। সম্প্রতি ওই ঘটনা জনসম্মুখে এসেছে। সূত্র: বিবিসি
ঢাকাওয়াচ/স