গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:১৪ পিএম, ০৯ জুন ২০২৪
রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিপ্লোমেটিক সিকিউরিটির দায়িত্ব থাকা পুলিশ কনস্টেবল মনিরুলকে হত্যা করে একই দায়িত্বে থাকা আরেক পুলিশ কনস্টেবল কাউসার।
এছাড়া এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। শনিবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য কেন কি কারনে তার সহকর্মীকে গুলি করেছেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত পৌনে ১ টার দিকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। বডি স্পটে আছে।
একই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে।