গুলশানে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত


News Defalt/gh fgh fgh f.jpg

রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিপ্লোমেটিক সিকিউরিটির দায়িত্ব থাকা পুলিশ কনস্টেবল মনিরুলকে হত্যা করে একই দায়িত্বে থাকা আরেক পুলিশ কনস্টেবল কাউসার। 

Your Image

এছাড়া এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। শনিবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্য কেন কি কারনে তার সহকর্মীকে গুলি করেছেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম রাত  পৌনে ১ টার দিকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। বডি স্পটে আছে। 

একই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×