সহিংসতার ঘটনা বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত: জাতিসংঘ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৩ পিএম, ২৫ জুলাই ২০২৪
ঢাকা: সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মনে করে জাতিসংঘ। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নে এমনটি জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, আমরা যা দেখেছি, সে বিষয়ে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি। ’
শান্তিপূর্ণ বিক্ষোভ আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে জানিয়ে ডুজারিক বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। ’
ডুজারিক বলেন, ‘তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হলো, বিক্ষোভ যেখানেই হোক না কেন, গ্রেপ্তারের ভয় ছাড়াই, আহত বা আরও খারাপ পরিস্থিতির ভয় ছাড়াই মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া। ’
ব্রিফিংয়ে আরেক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করাসহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তারা যে খুবই উদ্বিগ্ন, সে কথা ইতোমধ্যে বলা হয়েছে। তারা এ উদ্বেগের কথা প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়েছেন। আবার সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।