অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন


News Defalt/reter tert ert.webp

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টোদের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

Your Image

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। যদিও রাত ৮ টায় তাদের শপথগ্রহণের কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন

এদিকে, গতকাল রাতে ১৭ সদস্যবিশিষ্ট অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেন ১৪ সদস্য। ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রণালয় বন্টনঃ

১. সালেহ উদ্দিন আহমেদ- অর্থ ও পরিকল্পনা

২. ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ

৩. আদিলুর রহমান খান- শিল্প

৪. হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

৫. তৌহিদ হোসেন- পররাষ্ট্র

৬. সৈয়দা রেজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন

৭. শারমিন মুরশিদ- সমাজকল্যাণ

৮. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র

৯. ড. আ.ফ.ম খালিদ হাসান- ধর্ম

১০. ফরিদা আখতার- মৎস ও প্রাণিসম্পদ

১১. নূরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

১২. মোঃ নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি

১৩. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×