সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অবস্থান


News Defalt/huihi hihiuh iuhi hiuhui.jpg

সচিবালয়ে পদোন্নতির দাবিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা অবস্থান নিয়েছে। রোববার ১১টার দিকে সচিবালয়ের মাঝখানে জড়ো হন শতাধিক কর্মচারী। এ সময় তারা পদোন্নতির দাবিতে স্লোগান দিতে থাকেন।

Your Image

৭ বছর চাকরির পর ফিডার পদে উপনীত হলেই তারা পদোন্নতি চাইছেন। ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে সাচিবিক সহকারী (গ্রেড-১১) করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মত সচিবালয়ের স্থায়ী কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সচিবালয় বিশেষ ভাতা সহ শতভাগ সরকারী আবাসনের ব্যবস্থা চান তারা। এছাড়া সর্বনিম্ন পদের বেতন স্কেল ২০ হাজার সহ পূর্বের মত টাইমস্কেল ও সিলেস্কন গ্রেড বাস্থবায়ন চান তারা।

এসব দাবিতে তারা জনপ্রশাসন উপদেষ্টা, জনপ্রশাসন সচিব, আইন উপদেষ্টা, আইন সচিব, অর্থ উপদেষ্টা, অর্থ সচিবের সাথে দেখা করে দাবি সংক্রান্ত আবেদন প্রধান করে। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×