আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২, আটক ৬


News Image/ashulia-detained-768x432.jpg
পোশাক কারখানায় নাশকতার ঘটনায় আশুলিয়া এলাকা থেকে সন্দেহভাজন ৬ জনকে আটক ও ২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
 
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে সেনাবাহিনী ও পুলিশ এই অভিযান পরিচালনা করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তারসহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেয়। শ্রমিকদের মধ্যে অস্তিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয় বহিরাগতদের।

উল্লেখ্য, গত কয়েকদিন বিভিন্ন দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। এই আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরুর নির্দেশনা দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×