দেশজুড়ে দমকা হাওয়া আর বৃষ্টি


News Image/download - 2024-09-14T102630.714.jpeg

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে, কক্সবাজার ও চট্টগ্রামের নীচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোয় দেয়া হয়েছে ১ নম্বর সংকেত।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×