পার্বত্য চট্টগ্রামে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ


News Image/chain-20240923182324.jpg

পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও বাঙালিদের মধ্যে হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা।
 
সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তারা এ দাবি জানান।

মিছিলে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন ভুইঁয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিব আজম প্রমুখ।
 
বক্তারা বলেন, পাহাড়ে ঘটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে।

এসময় পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারসহ পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×