ঢাকায় আরও পাঁচ ‘প্রতিনিধি কমিটি’ ঘোষণা জাতীয় নাগরিক কমিটির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:০৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৪
জাতীয় নাগরিক কমিটির ঢাকা রাইজিং কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর ধানমণ্ডি, কামরাঙ্গীরচর, চকবাজার, রামপুরা, লালবাগ থানায় যথাক্রমে ৫১, ২০৫, ৬৯, ৫১, ৬১ জন বিশিষ্ট মোট পাঁচটি ‘প্রতিনিধি কমিটি’ ঘোষণা করা হয়েছে।
এর পূর্বে গেল ২ নভেম্বর ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এতে বলা হয়, ‘সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন।’
কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (পাঁচ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন পাঁচ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন পাঁচ শতাংশ। এ ছাড়া, এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।
গেল ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওই দিন নয়া এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।