স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট নিয়ে যা বলল সংস্কার কমিশন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৪
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন। এ মত দিয়েছেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। আর কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘পূর্বের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে, তা বেআইনি। অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।’
শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তারা।
নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ২২টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সাথে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সাথে সংলাপ।
মত বিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এ সময় পূর্বের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার।
সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোন দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন।
তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি, স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এক দিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না।’
জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন।