ঢাকায় আসছেন ইইউর ২৭ রাষ্ট্রদূত; জানালেন প্রধান উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:০৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূত।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্বনেতারা সহযোগিতার হাত বাড়িয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেলে সেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ পৃথিবীর বহু দেশের সরকারপ্রধানের সাথে আমার বৈঠক করার সুযোগ হয়।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। নেপাল, মালদ্বীপ ও পাকিস্তানসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানের সাথেও আমার বৈঠক হয়।’
ড. ইউনূস বলেন, ‘দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতরা ঢাকায় স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার সাথে দেখা করে তাদের সরকারপ্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন। যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসাথে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সাথে বৈঠক করার জন্য আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় আসবেন।’
তিনি বলেন, ‘পূর্বে কখনো ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সাথে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এ বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসাথে বৈঠক করার জন্য আসেনি। এবার এ কাজটি করার পেছনে আছে ইইউর সমর্থন প্রকাশ ও অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা।’
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়াসহ বহু দেশের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতাসহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন বলে জানান ড. ইউনূস।