বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ


Nov 16/63718de2fa773a63d0e8173574755fe5-673ad62ac4ff8.jpg

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ফের সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেনে। এতে করে রেল ও সড়কে যানচালাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন। এতে করে ওই সড়কেও যানচলাচল বন্ধ হয়ে গেছে। এসময় শিক্ষার্থীরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি। 

এরআগে, চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×