খসড়ার অনুমোদন/রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল


November 16/International Crime Tribulan Shibir.jpg

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে।

Your Image

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম সচিবালয়ে আয়োজিত এ বৈঠকে প্রায় সব উপদেষ্টা অংশ নেন।
 
বৈঠক সূত্রে জানা গেছে, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে- এমন প্রস্তাব দিয়ে বৈঠকে উত্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
  
এর পূর্বে, বৈঠকে যোগ দিতে বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে ঢুকেন ড. মুহাম্মদ ইউনুস। 

অন্তর্বর্তী সরকার গঠনের পর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, এ প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

এ দিকে, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করছেন। ফলে, সচিবালয়সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×