জিয়াউল আহসানকে বসনিয়ার ‘কসাই’ রাদোভানের সাথে তুলনা করলেন চিফ প্রসিকিউটর


2024-Novemer 18/Ziaul Hasan Bosnnia.jpg

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসানের কর্মকাণ্ডকে বসনিয়া-হার্জেগভনিয়ার ‘কসাই’ রাদোভান কারাদজিচের কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

Your Image

বুধবার (২০ নভেম্বর) জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবাতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসানসহ আট প্রাক্তন কর্মকর্তাকে গ্রেফতার দেখানোর শুনানির সময় এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

জানা যায়, এ সময় ট্রাইব্যুনালে ক্ষিপ্ত আচরণ করেন জিয়াউল আহসান। তবে, প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ অন্য সাত আসামি শুনানি চলাকালে নিরব ছিলেন।

শুনানিতে তাজুল ইসলাম বলেন, ‘জিয়াউল আহসান বিভিন্ন সময় র‍্যাবের বিভিন্ন পদে ছিলেন। সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের গুম, গুমের পরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন, হত্যার পরে লাশ ডিসপোজাল করা, এসব কালচারের জনক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে, তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেননি।’

শুনানি চলাকালে শেষ দিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন জিয়াউল আহসান। ওই সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দিয়ে সরিয়ে দেন তিনি। আদালত এজলাস ছাড়ার পূর্বে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘জিয়াউল আহসান কথা বলতে চান।’ 

এ সময় কাঠগড়ায় ক্ষিপ্ত জিয়াউল আহসান বিচারকদের লক্ষ্য করে বলেন, ‘আমি আয়নাঘরে কখনো চাকরি করিনি। আমি টেকনিক্যাল দায়িত্বে ছিলাম।’ 

এ সময় আদালত বলেন, ‘তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে। আইনজীবী বলার পর প্রয়োজনে যোগ করবেন।’

শুনানি ও আদেশ শেষে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। বিচারপতিরা এজলাস ছাড়ার পর দায়িত্বরত পুলিশের সদস্যরা আসামিদের কাঠগড়া থেকে হাজত খানায় নেয়ার জন্য যান। 

এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, ‘কেউ আমাকে ধরবে না, কাছে আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরো খাবে। আমাকে জেলা খানায় কাগজ-কলম দেয়া হয় না। আমি লিখব। আমাকে কাগজ-কলম দিতে হবে। আমার বিরুদ্ধে যা বলেছে, তা আমাকে দাও। আমি দেখব।’ 

এ সময় তাকে বেশ উত্তেজিত দেখা যায়। তবে, তার আইনজীবী নাজনীন নাহার বলেন, ‘পরে সবই দেওয়া হবে।’ 

আদালত থেকে কারাগারে নিতে প্রিজনভ্যানে নেওয়ার জন্য কয়েকজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে রাখেন। এ সময়ও তিনি তাদেরকে হাত ছেড়ে দিতে বলেন। 

জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস গুম: তাজুল ইসলাম ট্রাব্যুনালে শুনানিতে বলেন, ‘জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াসকে গুম করে খুন করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও, নাম জানা-না জানা বহু মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা... ৯০-এর দশকে বসনিয়া-হার্জেগভনিয়ার সারফিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, তার সঙ্গে আমরা তুলনা করেছি।’ 

‘বলকানের কসাইয়ের মত বাংলাদেশের কসাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে, গুম নির্যাতনের সাথে জড়িত ছিলেন।’ যোগ করেন চিফ প্রসিকিউটর।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×