জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন শ্রম উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪৭ পিএম, ২১ নভেম্বর ২০২৪
প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজ অব লর্ডসে ‘বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার’ শীর্ষক সম্মেলনে এ কথা জানান তিনি। এটি আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’। এতে ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা।
এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। এটা নির্ভর করবে সংস্কারগুলো পাওয়ার পর রোডম্যাপ দেওয়ার পরে সংস্কার কীভাবে প্রয়োগ হবে, সেটার ওপর। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
এই উপদেষ্টা বলেন, আমাদের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সময় নিতে বলছে। কারণ, যে কাজগুলো আমরা করতে পারব, রাজনৈতিক দলগুলো তা পারবে না।
সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রফতানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার পার্টির এমপি ড. রুপা হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।