সরকারি চাকরিতে ২২ হাজার কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে


News Defalt/jono_20241124_111750710.jpg

সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

Your Image

রোববার (২৪ নভেম্বর) দুপুরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই নিয়োগের মধ্যে ২০ হাজার নতুন পদ রয়েছে, যা সবই কর্মকর্তা পর্যায়ের। তবে এই নিয়োগগুলো কি নিয়মিত বিসিএস পরীক্ষার মাধ্যমে হবে, নাকি বিশেষ বিসিএসের মাধ্যমে, তা দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

সিনিয়র সচিব মোকলেস উর রহমান সিভিল সার্ভিস নিয়োগ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। নিয়োগ প্রক্রিয়া এবং এর শর্তাবলী সম্পর্কে আরও তথ্য প্রেস ব্রিফিংয়ে পাওয়া যাবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×