বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ কয়েদির কারাদণ্ড মওকুফ


30 November/Prison.jpg

আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে অর্ধেকের বেশি সাজাভোগ করা ১৬ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। গেল ৩ ডিসেম্বর তাদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে।

Your Image

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে।

সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের স্মারক নম্বর ৫৮.০০.০০০০.০৮৫.২৩.০০৪.২৪-৩৫৮ অনুযায়ী গত ৩ ডিসেম্বর উল্লেখিত বন্দিদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেয়া হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×