ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ


News Defalt/kalkata_20241206_183921943.jpg

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটি প্রথমবারের মতো নেওয়া এমন একটি কঠোর পদক্ষেপ।

গত ৫ ডিসেম্বর বাংলাদেশ সরকার কলকাতা ডেপুটি হাইকমিশনে গোপন এক দপ্তরিক চিঠির মাধ্যমে ভারতীয়দের জন্য ঢালাও ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেয়। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে কলকাতা মিশনে এই নির্দেশ কার্যকর হতে শুরু করেছে।

কলকাতা মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের জন্য সাধারণ ভিসা, বিজনেস ভিসা ও ভ্রমণ ভিসা দেওয়া কমানো হচ্ছে। তবে, সামনে তাবলিগ জামাতের ইজতেমা থাকায় তাদের ভিসা সীমিত করার সম্ভাবনা আপাতত কম।

এর আগে, ত্রিপুরায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর বাংলাদেশ সরকার সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে এবং ভারতীয়দের ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেয়। তবে দিল্লি বা আসামের মিশনে এখনও এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশনা আসতে পারে। এর ফলে কলকাতা ও ত্রিপুরা থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পাওয়া এখন অনেক কঠিন হয়ে পড়েছে।

এছাড়া, গত বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরা ও কলকাতার হাইকমিশনারদের ঢাকায় ফেরার নির্দেশ দেয়। ২৪ ঘণ্টার মধ্যে তারা ঢাকা পৌঁছেছেন।

সম্প্রতি বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারত পালিয়ে যাওয়ার পর এই সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে পড়েছে। পাশাপাশি, সংখ্যালঘু ইস্যু এবং ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতারও পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। ভারতের বিভিন্ন স্থানে তার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়, যা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরদিন বাংলাদেশ ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভ প্রকাশ করে। ভারতের পক্ষ থেকে হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করা হয় এবং সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিন পুলিশ সদস্যকে বরখাস্তও করা হয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×