এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৩০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (৮ ডেসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সিটিজেন কনফারেন্সে তিনি এ কথা বলেন।
কনফারেন্সে সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আজ থেকে জনগণকেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন।’
তিনি বলেন, ‘সুযোগের সদ্ব্যবহার যেন করতে পারি, তা খেয়াল রাখতে হবে। বিচার ব্যবস্থায় কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে। আগামীতে জনগণের বিচার বিভাগকে পাশে পাবে মানুষ।’
সেমিনারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, ‘অন্যায় যেখানে হবে, সেখানে সোচ্চার হতে হবে।’
এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে, তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।