সাত দিনে দেশে ৪৬,২৬২ কেজি পলিথিন জব্দ, জরিমাা ২৩ লাখ ৭০ হাজার টাকা


December 2024/Polythin.jpg

দেশে গেল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ১৮৫টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এসব অভিযান চালানো হয়।

Your Image

এসব অভিযানে ৩৭৭টি প্রতিষ্ঠান থেকে ২৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, আনুমানিক ৪৬ হাজার ২৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। চারটি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

এ দিকে, সোমবার (৯ ডিসেম্বর) আরও একটি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি, আনুমানিক ১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×