চলন্ত অটোরিকশা থেকে কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই


News Defalt/SORNO CHURIIII.jpg

রাজধানীর গুলিস্তানে আল্পনা কুন্ডু (৫০) নামে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

Your Image

আল্পনা কুন্ডুর স্বামী অসীম কুন্ডু জানান, তারা রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকেন। সন্ধ্যার দিকে অটোরিকশায় চড়ে সপরিবারে সুত্রাপুর যাচ্ছিলেন। পথে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে পৌঁছালে চলন্ত অটোরিকশার পেছন থেকে এক ছিনতাইকারী আল্পনার ডান কানের স্বর্ণের দুল ধরে সজোরে টান দেয়৷

এতে আল্পনার কানের নিচের অংশ ছিঁড়ে যায়। একই সময় স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। ওই ঘটনায় কানের লতি ছিঁড়ে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে দ্রুত আল্পনাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আল্পনার ডান কানের লতি ছিঁড়ে গেছে। ঢামেকের নাক, কান, গলা বিভাগে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে৷ তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিস্তানে রিকশায় বসে থাকা অবস্থায় ওই নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×