ময়লা ভাগাড় থেকে উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার ছবিটি  ২০২৩ সালের


News Defalt/rs_20241209_230410898.jpg

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে একটি বৃদ্ধ ময়লার ভাগাড় থেকে খাবারের উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অবস্থা’, এবং দাবি করা হচ্ছে— এটি বর্তমান বাংলাদেশের চিত্র।

Your Image

তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি সাম্প্রতিক নয়, বরং ২০২৩ সালের। যখন আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায় ছিলেন। 

জানা গেছে, ছবিটি আলোকচিত্রী জিএমবি আকাশের ফেসবুক পেজে ৮ ডিসেম্বর পোস্ট করা হয়েছে এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। আকাশ তার পোস্টে উল্লেখ করেছেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।

তবে, ছবির সত্যতা নিয়ে কিছু মানুষ প্রশ্ন তুলেছেন, তাদের দাবি— এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। এই দাবির পর, রিউমর স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে এবং মূল ছবিটি সংগ্রহ করে। ছবিটির মেটাডাটা বিশ্লেষণ করার পর নিশ্চিত হওয়া গেছে, এটি আসল ছবি এবং ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা।

অতএব, এই বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার ছবিটি পুরনো হলেও, বর্তমানে সেটি বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক বলে সামাজিক মাধ্যমে প্রচার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×