সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০


December 2024/Shafiqul Islam Press.jpg
শফিকুল আলম

দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতায় ৭০ আসামি গ্রেফতার হয়েছে এবং এসব ঘটনায় ৮৮ মামলা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। 

Your Image

তিনি বলেছেন, ‘যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হবে, তাদের কোন ছাড় নয়।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় সময়মত আপডেট দেব।’

সংখ্যালঘু হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বহু সংখ্যালঘু হিসেবে নয়, সদ্য পলায়ন করা দল আওয়ামী লীগের পদধারী ছিলেন। সেই কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে, যে কোন ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×