২০১৮ সালের মত নির্বাচন হলে আম-ছালা দুইটাই যাবে: উপদেষ্টা সাখাওয়াত


December 2024/Shakawat.jpg
সাখাওয়াত হোসেন ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগামীতে যদি ২০১৮ সালের মত নির্বাচন হয়, তাহলে আম ও ছালা দুইটাই যাবে।’

Your Image

বুধবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি আশা করি, আগামীতে যে নির্বাচন হবে, তারা এটা থেকে শিক্ষা নেবেন। আর একই রকম নির্বাচন হলে আম ও ছালা দুইটাই যাবে। গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘নির্বাচন ব্যবস্থা কিভাবে নষ্ট করতে হয়, তা নিয়ে পিএইচডি করার জন্য বাংলাদেশের বাইরে যেতে হবে না। বিগত তিনটি নির্বাচন স্টাডি করলেই হবে।’

ভোট যেন হাইজ্যাক হয়ে না যায়, তা নিশ্চিত করতে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান এ উপদেষ্টা। 
 
এ দিকে, নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার কমিটিতে প্রধানের দায়িত্ব পাওয়া বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই পারে সেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। 

আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারেও আশাবাদী এই সংস্কার কমিশনের প্রধান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×