বিদ্যুৎ-জ্বালানিতে দুর্নীতির সুযোগ দেয়াই ছিল গত সরকারের লক্ষ্য: ফাওজুল কবির


December 2024/Faujul Kabir.jpg
ফাওজুল কবির

আওয়ামী লীগ সরকারের সময় টেকসই জ্বালানি নিশ্চিত করা হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির।

Your Image

তিনি বলেছেন, ‘টেকসই উন্নয়নের পথে না হেঁটে উল্টো বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির সুযোগ করে দেওয়াই গত সরকারের মূল্য লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে।’

‘তবে, বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্নীতির সুযোগ করে দেয়া ওইসব পদ্ধতি বন্ধ করে দিয়ে টেকসই বিদ্যুৎ নীতিমালার পথে অগ্রসর হচ্ছে।’

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার বিয়াম ফাউন্ডেশনে ‘বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি-২০৫০’ শীর্ষক সম্মেলনে ফাওজুল কবির এসব কথা বলেন।

বুধবার তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন হয়েছে, শেষ হবে আগামী শুক্রবার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা আরো বলেন, ‘বিদ্যুতের ট্যারিফ ঠিক করতে জ্বালানি নিয়ন্ত্রক কমিশনকে (বিইআরসি) পুনর্গঠন করেছি আমরা। একইসঙ্গে সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা সংশোধনে কাজ করছি। নবায়নযোগ্য শক্তি নীতিমালা পর্যালোচনা করে দেখছি। স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদকদের (আইপিপি) কাছ থেকেও সরে আসছি।’

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েল (বুয়েট) পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তামিম, রহিম আফরোজ নবায়নযোগ্য শক্তি লিমিটেডের (আরআরইএল) ব্যবস্থাপনা পরিচালক মুনাওয়ার মিসবাহ মঈন, তারা ক্লাইমেট ফাউন্ডেশনের ডেপুটি রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর সাইনান হাউটন, এশিয়ান পিপলস মুভমেন্ট ফর ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিএমডিডি) সমন্বয়ক লিডি ন্যাকপিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×