শ্রমিক অসন্তোষেও আওয়ামী লীগের হাত দেখছেন শ্রম উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:১৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪
বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের অসন্তোষের পেছনেও আওয়ামী লীগের হাত দেখছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১১ ডিসেম্বর) আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা দাবি করেন, পতিত সরকারের লোকজন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে।
সরকার ঘোষিত বার্ষিক ইনক্রিমেন্ট চার শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করে ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অব্যাহত শ্রমিক আন্দোলন ও কর্মবিরতির মুখে সোমবার (৯ি ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে আশুলিয়ার অন্তত ১২টি কারখানা।
শিল্প পুলিশ বলছে, ‘শ্রমিকরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করছে না। তবে, বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছে।’
অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন বলেন, ‘একটা সরকার যেহতু পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধুরাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে।’
দেশের পোশাক খাতকে টার্গেট করে করা ষড়যন্ত্রে শ্রমিকরা না বুঝেই জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য উপদেষ্টার।
সাখাওয়াত হোসেন বলেন, ‘কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে করছে। কোন কিছু নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট হলে পরে আবার বলে যে না এটা মানি না। কয়েক দিন আগেই একটা করলাম, নয় শতাংশ ইনক্রিমেন্ট দিয়ে। রাজি হল। আজকে শুনলাম যে না নয় শতাংশ হবে না, ১৫ শতাংশ লাগবে।’
‘স্বৈরাচারী হাসিনা সরকারের’ লোকজনের ৫ আগস্ট পরবর্তী অপতৎপরতা রুখতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দেন শ্রম উপদেষ্টা।