মতিঝিলে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৩৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানায় পুলিশ।
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাতে খবর পেয়ে আবাসিক হোটেল পারাবতের ৯০৫ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের আনোয়ানা উপজেলার বৈরাগ গ্রামে। তিনি মাঝে মধ্যে ঢাকা আসতেন। গত ১১ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা এসে ওই হোটেলের ৯০৫ নম্বর রুমে উঠেন তিনি। গ্রামের বাড়ি থেকে তাকে ফোন কলে না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে রুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।