সাবেক পাঁচ সাংসদ ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা


December 2024/Anti corruptin.jpg

আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ সাংসদ ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

Your Image

দুদকের নতুন নিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ সভায় হয়। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন ফেনী-১ আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক সাংসদ নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক সাংসদ এইচএম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের সাবেক সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন।

অনুমোদিত সিদ্ধান্তে একই সঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×