বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৪৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, ‘আমরা আশা করি, যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী ভারত তাকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত দেবে।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন, তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে, একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।’
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে দাবি করে উপদেষ্টা আরো বলেন, ‘তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি, এ ধরনের কোন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে।’