আ.লীগ পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব


News Defalt/shafikul_20241214_101502618.jpg

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা পুরো জুলাই গণআন্দোলন, গণঅভ্যুত্থানে যারা ছিলেন তাঁরা শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ, তাঁদের দেশ গড়ার যে স্বপ্ন তা আমরা পুরোপুরি ধারণ করি। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। একাত্তরের হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪ এ করেছে আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, যে নতুন বাংলাদেশ আমরা স্বপ্নে দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ড. ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই একটা চলমান প্রক্রিয়া। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তাঁরা যে জন্য যুদ্ধ করেছিলেন, যে জন্য তাঁরা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়েই আমরা এগিয়ে যাচ্ছি। বুদ্ধিজীবীদের যে আদর্শ তা ড. ইউনূস ও তাঁর দল ধারণ করে।

একাত্তরের সঙ্গে জুলাই অভ্যুত্থানের মিল খুঁজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ১৯৭১ সালে যেভাবে ঠকঠক করে ওনাদের (বুদ্ধিজীবী) ধরে নিয়ে গিয়েছিল পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা, এরকম পুনরাবৃত্তি আমরা জুলাইতে দেখেছি। আপনারা দেখেছেন, আমাদের যে ছয়জন শীর্ষ ছাত্রনেতা তাঁদের কীভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবীরা তাঁদের উত্তরসূরিদের জন্য যেভাবে তাঁদের লেখা লিখে গিয়েছিলেন, আহনাফ বা শিক্ষার্থীরাও তাঁদের মায়ের কাছে চিঠি লিখছে যে, তাঁরা যুদ্ধ করতে যাচ্ছে।

এর আগে, শনিবার সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পরে ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×