কি পাপে হাসিনার মত শাসক পেয়েছিলাম?


December 2024/Asif Na.jpg
আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক ভাল বাংলাদেশ গড়তে না পারি, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে।’

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় জাতীয় যাদুঘরের মিলনায়তনে নিজের লেখা উপন্যাস ‘আমি আবু বকর’ নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বঙ্গীয় সাহিত্য সভা’ এ সভার আয়োজন করে।

সভায় মাহবুব মুর্শেদ, আন্দালিব রাশদী, পাপড়ি রহমান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. রাশেদ খাঁন, সালাহ উদ্দিন শুভ্রসহ বিভিন্ন লেখক ‘আমি আবু বকর’ উপন্যাস রচনার প্রাসঙ্গিকতাসহ অন্যায়ের বিরুদ্ধে লেখক আসিফ নজরুলের অবদানের কথা তুলে ধরেন। 

উপন্যাসটি রচনার প্রেক্ষাপট ও প্রতিবন্ধকতা তুলে ধরতে গিয়ে আসিফ নজরুল বলেন, ‘গত ১৫ বছরে আমরা যে নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের ‘কালেক্টিভ’ কাপুরুষতা ছিল। জানি না, আমরা কি পাপ করেছিলাম, যে দেশে শেখ হাসিনার মত একটা শাসক পেয়েছিলাম। তিনি আমাদের সব সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিলেন।’

আইন উপদেষ্টা আরো বলেন, ‘ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করার আওয়ামী লীগের রাজনীতিকে আমরা ঘৃণা করতাম। সেটা আমরা এখনো করে চলেছি।’

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্দেহ করে নয়, বরং নিশ্চিতভাবে জেনে বুঝেই বহু ছাত্রকে মিথ্যাভাবে শিবির ট্যাগ দেওয়া হত। তারা জানত, এ ছেলেটা শিবির না, ছাত্রদল না; তা সত্ত্বেও তার ল্যাপটপটা নেওয়ার জন্য, বিনোদন করার জন্য, নিজেকে আরও বড় লিডার বানানোর জন্য বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতন করা হত। গত ১৫ বছরের এই সব ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। হাসিনার সরকারের দুঃসহ যন্ত্রণা থেকে আমরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মুক্তি পেয়েছি।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা গত সরকারের যে নিষ্ঠুরতা, নারকীয়তা, অনাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেগুলো থেকে আমাদের বহু ভাল হতে হবে। না হলে এত ছাত্র-তরুণ মারা গেল, এত মানুষের অঙ্গ হানি হল, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে।’ 

উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের আমলে অলিখিত নিয়ম হয়েছিল বাংলাদেশে- তিনটা বিষয়ে কথা বলা যাবে না। এর একটা হল শেখ হাসিনা সম্পর্কে। দ্বিতীয়টা হল ভারত সম্পর্কে। আর তৃতীয়টা বললাম না। কারণ, এটা খুবই বিতর্কিত।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×