বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা


December 2024/Public Ministry.jpg

জনপ্রশাসনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ৭৬৪ জন সাবেক কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের।

Your Image

রোববার (১৫ ডিসেম্বর) সবিচালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 
রোববার সকাল দশটার দিকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের সামনে সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদন বাস্তবায়নের নির্দেশনা পেলে এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।
 
তিনি বলেন, ‘যারা চাকরি করেন, তারা জানেন যে, ন্যূনতম একটি প্রক্রিয়ার ব্যাপার আছে। এ বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের একটি নির্দেশনা লাগবে। তবে ইতিবাচক। চাকরির কিছু বিধিবিধান আছে। এটি মানতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে সংক্ষিপ্ত সময়ে এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।’
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেস উর রহমানের বলেন, ‘এটি ঠিক পদোন্নতি না। এটি হল সামাজিক মান-মর্যাদা। পদে বসানো এক বিষয় আর পদমর্যাদা আরেক বিষয়। এটি হল ওই পদে মর্যাদা দিয়ে সরকারি আদেশ দেয়া হবে। পেনশনের ক্ষেত্রেও এই সুবিধা হবে।’
 
‘আর্থিক সুবিধা ও পদ-পদবি দিয়ে একটি সরকারি আদেশ জারি হবে। এর ভিত্তিতে অর্থনৈতিক আদেশে তারা এই টাকা পাবেন। সরকার নীতিগতভাবে একমত। একটু সময়ের ব্যাপার।’ যোগ করেন তিনি।
 
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। সেখানে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ৭৬৪ জন বিভিন্ন স্তরের সরকারি চাকরিজীবীকে পদোন্নতি দেয়ার সুপারিশ করেছে কমিটি, যারা এই সময়ের মধ্যে পদোন্নতি বঞ্চিত ছিলেন।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য সরকার গেল ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্ব ব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×