চলছে যৌথবাহিনীর অভিযান, আটক ২০ জনের অধিক


December 2024/Arrest dual.jpg

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলছে। এখন পর্যন্ত ২০ জনের বেশি আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

Your Image

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ অভিযান শুরু হয়।

এ নিয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করছে। এতে ঘুরতে আসা জনসাধারণ নানা ভোগান্তিতে পড়ছে।’

খালিদ মনসুর আরও বলেন, ‘মাদকবিরোধী এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও আছেন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×