গুলিস্তানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:২৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪
রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গণপিটুনিতে গুরুতর আহত হলে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন পুলিশ সদস্যরা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ওই যুবকের মৃত্যু হয়।
এসআই সুব্রত পাল জানান, সন্ধ্যায় খবর পাই গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দিয়েছে জনগণ। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহাদ পুলিশ বক্সের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত ওই যুবকের গায়ে জিন্স প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি ছিল। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।