বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়


News Defalt/1734323066.taskin.jpg

আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশে বিজয় দিবস। জাতি পালন করছে বিজয়ের ৫৩ বছর।

Your Image

এদিন সকালে সুসংবাদ দিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।  

সিরিজের প্রথম ম্যাচে আজ শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান। ক্রিজে ছিলেন স্বাগতিকদের মূল ভরসা রোভমান পাওয়েল। দারুণ ব্যাটিংয়ে একাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিলেন তিনি। তবে শেষ ওভারের তৃতীয় বলে তাকে ফিরিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এরপর পঞ্চম বলে আলজারি জোসেফকে বিদায় করেন তিনি। আর তাতে ১৪০ রানেই থামে উইন্ডিজের ইনিংস।

তবে বাংলাদেশের জয়টা আরও সহজ হতে পারতো। ৬১ রানে ৭ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু অষ্টম উইকেটে দারুণ জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন রোভমান পাওয়েল ও রোমারিও শেফার্ড। তবে ম্যাচের ১৮ তম ওভারে তাসকিন শেফার্ডকে ফেরালে জুটি ভাঙে। আর শেষে হাসান মাহমুদের দুই উইকেট তুলে নিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×