শুরু হচ্ছে সেনাবাহিনীর বাৎসরিক প্রশিক্ষণ


News Defalt/antho bahini.jpg

আগামীকাল (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণ।

Your Image

সোমবার (১৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি প্রশিক্ষণ বছর শেষে ডিসেম্বর-জানুয়ারি মাসে বিভিন্ন ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় বাৎসরিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি প্রশিক্ষণ বছর শেষে আগামী ১৭ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ডিভিশনসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বাৎসরিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করবে।

উল্লেখ্য, এই বাৎসরিক যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×