নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ১৫ কর্মকর্তা


December 2024/Public Ministry.jpg

ক্যাডার বহির্ভূত (নন-ক্যাডার) পদে সহকারী সচিবে পদোন্নতি পেয়েছেন ১৫ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা।

Your Image

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আব্দুল কুদ্দুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ কব্দুল হুসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. জিয়াউর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সৈয়দ জহিরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের ফেরদৌসী বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবিএম আবু বাকার ছিদ্দিক ও এসটিএ পারভীন পদোন্নতি পেয়েছেন।

আর ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মো. আকরাম হোসেন ও মো. শাহ আলম সিরাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. মোতালেব হোসেন ও মোহাম্মদ ফকরউদ্দিন তালুকদার, শিল্প মন্ত্রণালয়ের জেএম আলাউদ্দিন ও মো. গোলাম ফারুক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. আব্দুল আজিজকে সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নতুন দপ্তরে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×