এসবির প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি


December 2024/Police transfer.webp
বাঁ থেকে খোন্দকার রফিকুল ইসলাম, ইসরাইল হাওলাদার ও মো. গোলাম রসুল

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

Your Image

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

বদলি করা কর্মকর্তারা হলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খোন্দকার রফিকুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×