আওয়ামী লীগ গুপ্ত হত্যা চালালেও সরকারের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না: ইনকিলাব মঞ্চ


December 2024/Inkilab Moncha.jpg

আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালালেও সরকারের কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী।

Your Image

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতাকে জঙ্গিলীগের গুপ্তহত্যা ও বিপ্লবীদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওসমান হাদী বলেন, ‘গেল কয়েক দিন জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত থাকা পাঁচজন খুন হয়েছেন। আহত হয়েছেন ৫-৬ জন। প্রতিদিন অজানা নম্বর থেকে কল দিয়ে জীবননাশের হুমকি দেয়া হছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। সরকারের কোন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমরা।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট কিলিং করা হচ্ছে। জেএমবি যেভাবে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে, ঠিক সেভাবে জঙ্গিলীগ হত্যাকাণ্ড চালাচ্ছে। এই আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যা চালানো শুরু করেছে।’
 
ওসমান হাদী আরও বলেন, ‘জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছে, তাদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। লীগকে পুনর্বাসন করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এই গুপ্ত হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত। এই কাজগুলো হওয়ার পেছনে দায়ী হচ্ছে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার।’     

এই মুখপাত্র বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করা গেলে তাদের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অধিকারের জন্য আমরা কথা বলে যাব, এতে সরকার থাকুক আর না থাকুক আমরা আর দেখব না। বিচার না পেলে আমরা ফের আন্দোলনে যাব।’

জুলাই বিপ্লবের যে কয়েকজন হত্যা করা হয়েছে, যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তা না হলে শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাওয়ার ঘোষণা দেন ওসমান হাদী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×