কাদের-সালমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, ১৩৭টি বাস ক্রয়ে অনিয়মে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া, সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে এক হাজার ৯০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করবে দুদক।
আক্তার হোসেন আরও জানান, অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে এক হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এস আলমের দুই ভাই ও ছেলেসহ ৫৮ জনের নামে চট্টগ্রামে দুদকের মামলা হয়েছে।